টাঙ্গাইলে গণহত্যা দিবস পালিত
রাইসুল ইসলাম লিটন :
টাঙ্গাইলে ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে যথাযথ মর্যাদায় গণহত্যা দিবস পালন করা হয়েছে।
সোমবার(২৫ মার্চ) সকালে শহরের জেলা সদর পানির ট্যাংকের পাশে বধ্যভূমিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে গণহত্যা দিবসের কর্মসূচির উদ্বোধন করা হয়।
টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলামের সভাপতিত্বে গণহত্যা দিবসের আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শিহাব রায়হান, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) জিয়াউল রহমান চৌধুরী, সিভিল সার্জন ডা. মিনহাজ উদ্দিন মিয়া, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি, জেলা
মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক ডেপুটি কমান্ডার আবুল কালাম আজাদ বীরবিক্রম, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ।
No comments