কালিহাতীতে শিক্ষকদের সাথে ইউএনও’র মতবিনিময়
রাইসুল ইসলাম লিটন :
টাঙ্গাইলের কালিহাতীতে শিক্ষার মানোন্নয়নের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় দুই সহস্রাধিক শিক্ষক নিয়ে মতবিনিময় সভা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
শনিবার (৯ মার্চ) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন'র সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য আবদুল লতিফ সিদ্দিকী।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বিকম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আক্তারুজ্জামান প্রমূখ।বক্তারা উপস্থিত শিক্ষকদের শিক্ষার মান উন্নয়নে বিভিন্ন ধরনের দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন।
No comments