টাঙ্গাইলে ১০ টাকায় রমজানের বাজার - TangailTimes24
  • সংবাদ শিরোনাম

    টাঙ্গাইলে ১০ টাকায় রমজানের বাজার

    রাইসুল ইসলাম লিটন:

    সুবিধাবঞ্চিত মানুষদের জন্য টাঙ্গাইল জেলা পরিষদ সংলগ্ন বস্তিতে সোমবার(১১ মার্চ) বসেছিল ১০ টাকার রমজানের বাজার।
     
    টাঙ্গাইলে ১০ টাকায় রমজানের বাজার

     
     
    পবিত্র রমজান মাস উপলক্ষে অভিনব এ বাজারের উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন শিশুদের জন্য ফাউন্ডেশন ও যুবদের জন্য ফাউন্ডেশন।

    ১০ টাকার রমজান বাজারে মাত্র ১০ টাকায় মিলেছে মুড়ি,চাল,ডাল,ছোলা,পিয়াজ ও তেল। বস্তির প্রায় শতাধিক সুবিধাবঞ্চিত ও খেটে খাওয়া মানুষ এ বাজার থেকে নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে পেরেছেন।

    জেলা সদর বস্তির স্বপ্নপূরী স্কুল প্রাঙ্গণে সকাল থেকেই ভীড় জমে খেটে খাওয়া মানুষদের। তারা সবাই ১০ টাকার রমজান বাজারের ক্রেতা।
     
    এ বাজারের ক্রেতা ভ্যান চালক আরজু মিয়া জানান, এখন বাজারে জিনিসপত্রের যেই দাম,সেই সময়ে মাত্র ১০ টাকা করে জিনিস কিনতে পারছি এতেই খুশি আমি৷

    অপর ক্রেতা রাশেদা আক্তার জানান, এমন বাজার প্রতি মাসেই বসা উচিত। আমার মত অনেক গরীব মানুষ উপকার পাবে এই বাজার থেকে।
     
    বাজারের সমন্বয়ক সামিউল ইসলাম সামি জানান, বাজারের ক্রেতা যারা তাদের আগে থেকেই আমরা নির্বাচিত করেছি। যাদের আর্থিক অবস্থা তেমন ভাল নয় এবং পরিবারের সদস্য সংখ্যা বেশি এমন মানুষদের অগ্রাধিকার দেয়া হয়েছে।
     
    সদস্য মির্জা রিয়ান জানান,সুবিধাবঞ্চিত মানুষেরা যেন সম্মানের সাথে কেনাকাটা করতে পারেন এজন্যই ১০ টাকায় পণ্য দেয়া হচ্ছে।

    ১০ টাকার রমজান বাজারের উদ্যোক্তা ও সংগঠনের প্রতিষ্ঠাতা মুঈদ হাসান তড়িৎ জানান, রমজানে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতেই এমন উদ্যোগ। প্রতিটা পণ্যে ভর্তুকি দেয়া হয়েছে। একজন ক্রেতার ৩৩০ টাকা সাশ্রয় হচ্ছে।
     
     পৃষ্ঠপোষকতা পেলে আরো বড় পরিসরে এমন বাজারের আয়োজন করার ইচ্ছা আমাদের। ঈদ উপলক্ষেও ১০ টাকায় ঈদ বাজার আয়োজন করার পরিকল্পনা রয়েছে।


    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728