এতিমদের সঙ্গে কালিহাতী প্রেসক্লাবের ইফতার - TangailTimes24
  • সংবাদ শিরোনাম

    এতিমদের সঙ্গে কালিহাতী প্রেসক্লাবের ইফতার

    রাইসুল ইসলাম লিটন :

    টাঙ্গাইলের কালিহাতী প্রেসক্লাবের উদ্যোগে স্থানীয় ইসলামিয়া এতিমখানায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 
    এতিমদের সঙ্গে কালিহাতী প্রেসক্লাবের ইফতার


    রোববার(২৪ মার্চ) এতিম শিশুদেরসঙ্গে ওই ইফতার মাহফিলে অতিথি হিসেবে অংশ নেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বিকম।

    ইফতার মাহফিলে অন্যদের মধ্যে অংশ নেন, উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি শেহাব উদ্দিন সরকার(পিআইও), টাঙ্গাইল প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য মু. জোবায়েদ মল্লিক বুলবুল, কালিহাতী থানার অফিসার ইনচার্জ(ওসি-তদন্ত) মনিরুজ্জামান শেখ, উপজেলা আওয়ামীলীগের
    যুগ্ম-সাধারণ সম্পাদক আসলাম সিদ্দিকী ভুট্টো, কালিহাতী ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মওলানা মো. ফরহাদুজ্জামান, ইসলামিয়া এতিমখানার সুপার মাওলানা মো. মাহবুবুর রহমান, কালিহাতী প্রেসক্লাবের সভাপতি রঞ্জন কৃষ্ণ পন্ডিত, সাধারণ সম্পাদক মোল্লা মুশফিকুর মিল্টন সহ প্রেসক্লাবের সদস্য ও
    এতিমখানার ৪৫জন এতিম শিশু।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728