বাসাইলে জাতীয় ভোটার দিবস পালিত - TangailTimes24
  • সংবাদ শিরোনাম

    বাসাইলে জাতীয় ভোটার দিবস পালিত

    মোঃ সাইফুল ইসলাম ,বাসাইল :


    টাঙ্গাইলে বাসাইলে ২ মার্চ, ২০২৪ ‘ভোটার হব নিয়ম মেনে, ভোট দিব যোগ্যজনে’-এ প্রতিপাদ্য নিয়ে আজ শনিবার  উপজেলায়  জাতীয় ভোটার দিবস পালন করা হয়েছে। 

    বাসাইলে জাতীয় ভোটার দিবস পালিত


    এ উপলক্ষে সকাল দশটায় বাসাইল উপজেলা পরিষদ  ভবন চত্বরে শোভাযাত্রা শেষে বাসাইল উপজেলা  সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী ওলিদ ইসলাম। 

    বাসাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূরী তাসমিন ঊর্মি সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাসাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মতিউর রহমান।  বাসাইল উপজেলা সহকারী নির্বাচন অফিসার সবুজ শেখ স্বাগত বক্তব্য রাখেন।

    সভায় বক্তারা বলেন, ভোটার হওয়া এবং ভোট দেওয়া প্রত্যেক নাগরিকের সাংবিধানিক অধিকার। নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমেই একজন নাগরিক দেশের শাসন ব্যবস্থায় অংশগ্রহণ করে থাকে। তাই যোগ্যতাসম্পন্ন প্রত্যেক ব্যক্তিকে ভোটার হতে হবে, ভোট দিতে হবে।

    জাতীয় পরিচয়পত্রের সুফল বিষয়ে বক্তারা আরো বলেন, বর্তমানে আর্থিক ও সামাজিক সেবাদানকারী প্রতিষ্ঠানসমূহ সেবা প্রদানের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্রকে অনেকক্ষেত্রে বাধ্যতামূলক করা হয়েছে। তাই সকল যোগ্য নাগরিকেরই উচিৎ তাদের বয়স আঠারো বৎসর হলেই স্ব-উদ্যোগে ভোটার তালিকায় অন্তর্ভূক্ত হওয়া।

    দিবসটি উপলক্ষে বাসাইল উপজেলা  নির্বাচন অফিসে চত্বরে বিভিন্ন ভোটার সেবা কার্যক্রম প্রদানের লক্ষ্যে দিনব্যাপী সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়।


    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728