বাসাইল প্রেসক্লাবে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত - TangailTimes24
  • সংবাদ শিরোনাম

    বাসাইল প্রেসক্লাবে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

     নিজস্ব প্রতিবেদক : 

    টাঙ্গাইলের বাসাইল প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ মার্চ) প্রেসক্লাব আঙ্গিনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়। 

    বাসাইল প্রেসক্লাবে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
     অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম, বাসাইল পৌরসভার মেয়র রাহাত হাসান টিপু, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক বিভাগের সিনিয়র সহকারী সচিব আমিন শরিফ সুপন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মতিয়ার রহমান গাউস, টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রমুখ। 

    এসময় উপস্থিত ছিলেন বাসাইল পৌরসভার নির্বাহী কর্মকর্তা আব্দুর রাজ্জাক, বাসাইল পৌরসভার প্যানেল মেয়র সাজ্জাদ হোসেন আলাল, বাসাইল জোবেদা রুবেয়া মহিলা কলেজের অধ্যক্ষ মশিউর রহমান খান আপেল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মলি আক্তার, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম খান, কাউলজানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউল গণি হাবিব, কাশিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রমজান মিয়া, বাসাইল প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা মুসলিম উদ্দিন আহমেদ, উপদেষ্টা আশিকুর রহমান পলাশ, প্রেসক্লাবের সাবেক সভাপতি এম শহিদুল ইসলাম, আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম, জাদিদুর রহমান রুনু, জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মেহেদী খান, উপজেলা কৃষকশ্রমিক জনতালীগের সাধারণ সম্পাদক আশরাফুল আলম খান, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আবুল কাশেম মিঞা, উপজেলা যুবলীগের আহবায়ক মশিউর রহমান খান বিদ্যুত, ডা. আমিনুল ইসলাম, কাউন্সিলর রাসেল খানশূর, রফিকুল ইসলাম রিপন, নবীনুর রহমান খান, প্রিন্স মাহমুদ, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মীর্জা মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক ইমন খান মনির, আওয়ামী লীগ নেতা উজ্জল মোল্লা, রফিকুল ইসলাম সংগ্রাম, হাবিব ভূইয়া প্রমুখ।

     অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাসাইল প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম মিয়া। অনুষ্ঠানে সঞ্চালনা করেন বাসাইল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান। 

    অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন বাসাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনায়েত করিম বিজয়।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728