কালিহাতীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
রাইসুল ইসলাম লিটন :
টাঙ্গাইলের কালিহাতীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। ২৬ মার্চ (রোববার) উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভ সূচনা করা হয়।
পরে কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রিয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন, টাঙ্গাইল-৪ ( কালিহাতী ) আসনের সংসদ সদস্য মুক্তিযুদ্ধের সংগঠক আবদুল লতিফ সিদ্দিকী, উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, কালিহাতী থানা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, কালিহাতী প্রেসক্লাব, কালিহাতী পৌরসভা, উপজেলা আওয়ামীলীগের সহযোগী সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত ও ১ মিনিট নিরবতা পালন করা হয়।
সকাল সাড়ে ৮ টায় কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ
বিদ্যালয় মাঠে জাতীয় সংগীতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন
এবং পুলিশ, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এবং
বিএনসিসি’র সমন্বয়ে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
সকাল ১০ টায় বীর
মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা, আলোচনা সভা ,
চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়।
এতে
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য আবদুল লতিফ
সিদ্দিকী। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইনের সভাপতিত্বে অন্যান্য
অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বিকম,
উপজেলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার, ব্যারিস্টার
সারওয়াত সিরাজ শুক্লা, কালিহাতী থানার অফিসার ইনচার্জ ( ওসি) কামরুল
ফারুক, যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কাজী আশরাফ হুমায়ুন বাঙ্গাল,
বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক
কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান মজনু, কালিহাতী প্রেসক্লাবের
সভাপতি রঞ্জণ কৃষ্ণ পন্ডিত, সাধারণ সম্পাদক মোল্লা মুশফিকুর মিল্টন প্রমুখ ।
এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিফাত বিন সাদেক, উপজেলা আওয়ামী লীগের
সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা, কালিহাতী পৌরসভার মেয়র মোহাম্মদ
নুরুন্নবী সরকার,এলেঙ্গা পৌরসভার মেয়র নূর এ আলম সিদ্দিকী, কালিহাতী আর এস
সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান তালুকদার
প্রমূখ।
No comments