বাসাইলে নতুন ইউএনও শাহ্রুখ খান - TangailTimes24
  • সংবাদ শিরোনাম

    বাসাইলে নতুন ইউএনও শাহ্রুখ খান

    নিজস্ব প্রতিনিধি:


    টাঙ্গাইলের বাসাইল উপজেলার নির্বাহী অফিসার হিসাবে যোগদান করেছেন মো. শাহ্রুখ খান। বুধবার তিনি জেলা প্রশাসক অফিসে যোগদান করেন। 

     

    বাসাইলে নতুন ইউএনও শাহ্রুখ খান

    এর আগে তিনি গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন। তিনি ৩৫তম বিসিএস (প্রশাসন)এ উত্তীর্ণ হোন। তিনি রংপুর জেলার সদর উপজেলার বাসিন্দা।

    বৃহস্পতিবার তিনি বাসাইলে সাংবাদিকদের মতবিনিময় করেন। উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার প্রশাসন এ মতবিনিময় সভার আয়োজন করে। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো. শাহরুখ খানকে প্রেসক্লাবের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন উন্নয়নের ক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতা প্রত্যাশা করেন।

    এ সময় উপজেলার উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনাসহ বিভিন্ন বিষয় তুলে ধরে বাসাইল উপজেলায় কর্মরত সাংবাদিকরা। মতবিনিময় সভায় জেলা ও উপজেলার বিভিন্ন বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728