মিরিকপুর উচ্চ বিদ্যালয়ে বার্ষিক সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
বাসাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের বাসাইলের মিরিকপুর গঙ্গাঁচরণ তপশিলী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ মার্চ) সকালে বিদ্যালয় পাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হায়দার আলী খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিতি ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি, সাবেক সংসদ সদস্য টাঙ্গাইল-৮ ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের)।
বিশেষ অতিথি ছিলেন, বাসাইল উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী মোঃ মতিয়ার রহমান (গাউছ), বাসাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহানুর রহমান সোহেল, মিরিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফুল ইসলাম, সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বাবু গৌরাঙ্গ সূত্রধর, সাধারণ সম্পাদক মোঃ জুলহাস উদ্দিন, এসময় উপস্থিতি ছিলেন বীর মুক্তিযোদ্ধা বাছেদুল আলম চন্দন, ডাঃ রতন কুমার সূত্রধর, বাসাইল রিপোর্টাস ইউনিটির কার্যকরী সদস্য সাংবাদিক সহদেব সূত্রধর সায়ন, বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য, অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
No comments