বাসাইলে বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত
বাসাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের বাসাইলে উপজেলা বিএনপি এবং পৌর বিএনপির আয়োজনে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।
শুক্রবার (২২মার্চ) বাসাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। বাসাইল উপজেলা বিএনপির (ভারপ্রাপ্ত) সভাপতি মামুন আল জাহাঙ্গীরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান এ্যাড. আহমেদ আযম খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি শাহিনুজ্জামান শাহিন, সাধারণ সম্পাদক এ্যাড. ফরহাদ ইকবাল, জেলা বিএনপির সহ-সভাপতি আবুল কাশেম মিয়া। অনুষ্ঠান পরিচালনা করেন বাসাইল উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হায়াত খান (নবু), পৌর বিএনপির আহবায়ক আক্তারুজ্জামান তুহিন, পৌর বিএনপির সদস্য সচিব আবুল কালাম আজাদ পিন্টু প্রমুখ। ইফতারপূর্ব দোয়া মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া করা হয়। পরে নেতাকর্মীদের নিয়ে ইফতার করা হয়।
No comments