টাঙ্গাইলে দেশ রূপান্তরের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলে দেশ রূপান্তর পত্রিকার ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সোমবার দুপুরে বাসাইল প্রেসক্লাব মিলনায়তনে কেককাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে অনুষ্ঠানটি পালিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম। আরো উপস্থিত ছিলেন বাসাইল পৌরসভার মেয়র রাহাত হাসান টিপু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মতিয়ার রহমান গাউছ, মাধ্যমিক শিক্ষক সমিতিরি সভাপতি আবুল কাশেম, চ্যানেল আইয়ের প্রতিনিধি মুসলিম উদ্দিন আহমেদ, বাসাইল প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম, সাবেক সভাপতি এম শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক এনায়েত করিম বিজয় প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশ রূপান্তর পত্রিকাটি অল্প সময়ের মধ্যেই পাঠকদের মন জয় করে নিয়েছে। পত্রিকাটি সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড যেমন তুলে ধরে, তেমনি সমালোচনাও করে। তাই ৪ বছরেই পাঠকদের আস্থা অর্জন করে নিয়েছে।
জেলা প্রতিনিধি আহমেদ রাসেল এর সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চালনা করেন সাবেক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান। অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
No comments