বাসাইলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে পৌরসভার উদ্যোগে বাজার মনিটরিং
নিজস্ব প্রতিবেদক :
টাঙ্গাইলের বাসাইল পৌরসভার উদ্যোগে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার (২০ মার্চ) দুপরের দিকে বাসাইল বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
এতে নেতৃত্ব দেন বাসাইল পৌরসভার মেয়র রাহাত হাসান
টিপু। এসময় বাসাইল বাজারের বিভিন্ন মনিহারির দোকান, মুরগির দোকান, গরুর
মাংস, কাঁচা বাজার, খেঁজুর, তরমুজসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য
নিয়ন্ত্রণে অভিযান চালানো হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন বাসাইল
পৌরসভার নির্বাহী কর্মকর্তা আব্দুর রাজ্জাক, প্যানেল মেয়র সাজ্জাদ হোসেন
আলাল, কাউন্সিলর রাসেল খানশূর, জাকির হোসেন, রফিকুল ইসলাম রিপন, প্রিন্স
মাহমুদ, আরিফুল ইসলাম প্রমুখ।
বাসাইল পৌরসভার মেয়র রাহাত হাসান
টিপু বলেন, ‘নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ক্রমাগত উর্ধগতি নিয়ন্ত্রণে
বাজার মনিটরিং করা হচ্ছে। যাতে কোনো ব্যবসায়ী সরকার নির্ধারিত মূল্যের
অতিরিক্ত দামে পণ্য বিক্রয় করতে না পারেন সেজন্য আমাদের অভিযান অব্যাহত
থাকবে।’
No comments