টাঙ্গাইলে এটিএম লুঙ্গি কারখানায় আগুন; ক্ষয়ক্ষতি ৫ কোটি
নিজস্ব প্রতিনিধি:
টাঙ্গাইলে এটিএম লুঙ্গি কারখানায় তুলার গোডাউনে ভয়াবহ অগ্নিকা-ের ঘটনা ঘটেছে।
রবিবার (১০ মার্চ) দুপুর পৌনে ১টার দিকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের চেষ্টায় দুপুর পৌনে ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে প্রায় ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতির আশংকা করছেন মালিক পক্ষ। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
প্রত্যক্ষদর্শী শ্রমিকরা জানান, ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের টাঙ্গাইল সদর উপজেলার ভাতকুড়া এলাকায় অবস্থিত এটিএম লুঙ্গি কারখানার তুলার গোডাউনের পাশেই কারখানার ওয়ার্কশপে আগুনের শিখা দেখা যায়। পরে সেটি মুহূর্তের মধ্যেই তুলার গোডাউনে ছড়িয়ে পড়ে। এসময় গোডাউনে কর্মরতরা চিৎকার শুরু করলে অন্যান্য শ্রমিকরা এগিয়ে গিয়ে প্রথমে আগুন নেভানোর চেষ্টা করে। পরে টাঙ্গাইল ফায়ার সার্ভিসে যোগাযোগ করা হলে টাঙ্গাইল ফায়ার সার্ভিসসহ পাঁটি ইউনিট কাজ করে প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি। বর্তমানে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়েছে।
টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক শফিকুল ইসলাম ভূইয়া জানান, ‘খবর পেয়ে দ্রুত ঘটনা স্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করা হয়। ফায়ার সার্ভিসের পাঁটি ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। কোন হতাহতের ঘটনা ঘটেনি। তদন্ত শেষে আগুন লাগার কারন জানা যাবে।’
এটিএম লুঙ্গি কারখানার উইভিং সেক্টরের পরিচালক শরিফুল ইসলাম জানান, ‘তুলায় থাকা লোহা জাতীয় কোন কিছু ছিটকে কারেন্টে লেগে আগুনের সুত্রপাত হতে পারে। আগুনে প্রায় ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতির আশংকা করা হচ্ছে।’
No comments