বাসাইলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও শিশু দিবস পালন
শরীফুজ্জামান, বাসাইল:
বাসাইলে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে।
এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে রোববার (১৭ মার্চ) সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, চিত্রাংকন, সাংস্কৃতিকসহ বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম।
এছাড়াও স্বাগত বক্তব্য রাখেন, বাসাইল থানার অফিসার ইনচার্জ মাজহারুল আমিন, উপজেলা আ" লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী মতিয়ার রহমান গাউস, কৃষি কর্মকর্তা শাহজাহান আলী, সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম আহমেদ, সরকারি জোবেদা রুবেয়া মহিলা কলেজের অধ্যক্ষ মশিউর রহমান খান আপেল, সদর ইউনিয়নের চেয়ারম্যান সোহানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাস, সাংবাদিক শরীফুজ্জামান প্রমূখ।
অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা পাট কর্মকর্তা সবুজ মিয়া। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী, মুক্তিযোদ্ধা, প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।
No comments