ধনবাড়ীতে জাতীয় বীমা দিবস পালিত
ধনবাড়ী প্রতিনিধি:
টাঙ্গাইলের ধনবাড়ীতে “করবো বীমা গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ” স্লোগানকে সামনে রেখে জাতীয় বীমা দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সের সহযোগীতায় আনন্দ র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে র্যালীটি উপজেলা পরিষদ চত্বর থেকে এসে ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সের কার্যালয়ে গিয়ে শেষ হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ফারাহ ফাতেহা তাকমিলা, পল্লী উন্নয়ন কর্মকর্তা জাকির হোসেন, ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সের ধনবাড়ী ব্লকের এজিএম মো. হায়দার আলী, আনোয়ার হোসেন, বিএম মোছা. কল্পনা বেগম, আনোয়ার হোসেন, মিনহাজ উদ্দিন প্রমুখ। এ সময় বীমা উন্নয়ন কর্মকর্তা ও বিভিন্ন ইন্সুরেন্স কোম্পানিসমূহের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
No comments