বাসাইলে ৩দিন ব্যাপী অমর একুশে বই মেলার সমাপ্তি
নিজস্ব প্রতিবেদক :
টাঙ্গাইলের বাসাইলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে আয়োজিত তিনদিন ব্যাপী বই মেলা শেষ হয়েছে।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীর মধ্যদিয়ে বই মেলাটির সমাপ্তি ঘটে। এরআগে ২৭ ফেব্রুয়ারি বই মেলাটি উপজেলা পরিষদ চত্বরে শুরু হয়।
উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হক উপস্থিত থেকে বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও বই বিতরণ করেন। এছাড়াও শ্রেষ্ট স্টল ও প্রতিটি স্টলের মালিকদের শুভেচ্ছা উপহার হিসেবে ক্রেস্ট বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূরী তাসমিন ঊর্মি, বাসাইল প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম মিয়া, সাধারণ সম্পাদক এনায়েত করিম বিজয় প্রমুখ।
মেলায় উপজেলা প্রশাসন, বাসাইল প্রেসক্লাব, বিভিন্ন প্রকাশনী সংস্থা, সামাজিক সংগঠন ও সাহিত্য সংগঠনের পক্ষ থেকে ১৫টি স্টল বসানো হয়।
No comments