বাসাইলে বিএনপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক :
টাঙ্গাইলের বাসাইল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা বিএনপি’র কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন সময় কারাভোগ করা একাধিক নেতাকর্মীদের ফুলের মালা পরিয়ে সম্মানিত করা হয়। উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি’র ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম, জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মেহেদী খান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরনবী আবু হায়াত খান নবু, পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সোহরাব হোসেন প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টু।
No comments