বাসাইলে শহীদ ক্যাডেট একাডেমিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক :
টাঙ্গাইলের বাসাইলে শহীদ ক্যাডেট একাডেমি স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দিনব্যাপী উপজেলা কেন্দ্রীয় খেলার মাঠে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রথমদিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সহকারী সচিব আমিন শরীফ সুপন।
অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মতিয়ার রহমান গাউস। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সরকারি শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজের প্রভাষক আল আমিন চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাসাইল পৌরসভার মেয়র রাহাত হাসান টিপু।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাসাইল পৌরসভার প্যানেল মেয়র সাজ্জাদ হোসেন আলাল, কাউন্সিলর রাসেল খানশূর, কাউন্সিলর নবীনুর রহমান খান, বাসাইল প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক এনায়েত করিম বিজয় প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর বিন জাফর।
No comments