বাসাইলে প্রচারণায় ব্যাস্ত উপজেলা চেয়ারম্যান প্রার্থীগণ
বাসাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের বাসাইল উপজেলা পরিষদ নির্বাচনে লড়তে প্রচারণা চালিয়ে যাচ্ছে আওয়ামীলীগ ও বিএনপি সমর্থিত প্রার্থীগণ। বিএনপি উপজেলা নির্বাচনে না আসলেও কোন কোন প্রার্থী নিরব প্রচারণা চালিয়ে যাচ্ছে । জামায়াতের প্রার্থীও নির্বাচনের জন্য প্রস্তুত হচ্ছে বলে বিশ^স্থ্য সূত্রে জানা গেছে।
এই উপজেলায় ৯ জন সম্ভাব্য জোরালো চেয়ারম্যান প্রার্থী রয়েছে । সরকার ঘোষিত মে মাসে পঞ্চম ধাপে এইবার উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। উপজেলা নির্বাচনে অনুষ্ঠিত তারিখ ঘোষণা হওয়ার সাথে সাথেই সম্ভাব্য সকল প্রার্থীরাই মত বিনিময় সভা করছে, বাজার ঘাটে বসে আলোচনা করছে।
আগামী উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীরা গ্রাম-গঞ্জে,হাট বাজারে,চায়ের দোকান,ওরশ মোবারক, ইসলামী সভা, সামাজিক অনুষ্ঠানে উপস্থিততে গণসংযোগ শুরু করেছেন। এছাড়া সকল প্রার্থী বিভিন্ন জায়গায় পোস্টার ব্যানার ফেস্টুন টাঙ্গিয়ে গণসংযোগে ব্যস্ত রয়েছেন।
এদের মধ্যে রয়েছেন, আওয়ামীলীগ সমর্থিত বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী মতিয়ার রহমান গাউস ও বাসাইল পৌরসভার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম আহমেদ, বাসাইল উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান আলহাজ শাহাদৎ হোসনে খান, ঢাকার দক্ষিণ ওয়ার্ড আওয়ামীগের সাধারণ সম্পাদক সালাউদ্দিন লাভলু, উপজেলা আওয়ামীলগ নেতা বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম।
অপরদিকে বিএনপি মনষ্কা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী শহিদুল ইসলাম, উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সোহরাব হোসেন মিয়া, জামায়াত সমর্থিত বাসাইল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক শফিকুল ইসলাম খান।
No comments