বাসাইলে মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন! সভাপতি আবুল কাশেম, সম্পাদক ওসমান আলী - TangailTimes24
  • সংবাদ শিরোনাম

    বাসাইলে মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন! সভাপতি আবুল কাশেম, সম্পাদক ওসমান আলী


    বাসাইল প্রতিনিধি:

    টাঙ্গাইলের বাসাইল উপজেলা  মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। শনিবার (১০ফেব্রুয়ারী) সরকারী জোবেদা রুবেয়া মহিলা কলেজে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ২৩৮ জন ভোটারের মধ্যে ২৩২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

    বাসাইলে মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন! সভাপতি আবুল কাশেম, সম্পাদক ওসমান আলী


    নির্বাচনে ১৩৭ ভোট পেয়ে বাসাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কাশেম সভাপতি নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্ধী সাবেক সভাপতি মীর মনিরুজ্জামানের প্রাপ্ত ভোট ৯৪। কাঞ্চনপুর কিম্মতআলী গোলাম রব্বান খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.ওসমান আলী মিঞা ৩য় বারের মতো ১২৬ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতীদ্বন্ধী মো.শামছুজ্জামান স্বপনের প্রাপ্ত ভোট ১০৬।


    এ নির্বাচনে সহ সভাপতি পদে  ৫জন বিনা প্রতিদন্ধিতায় নির্বাচিত হন। এরা হলেন-  সিংগারডাক উচ্চ বিদ্যালয়ের সিনিযর শিক্ষক মো: মফিজুর রহমান, ময়থা জনতা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো:আব্দুছ ছবুর মিয়া , মার্থা লিন্ডস্ট্রম নুরজাহার বেগম উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো: মানছুর রহমান, কাউলজানী নওশেরিয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো: জিয়ারত আলী মিয়া, হাজী মালিক মাজেদা খাতুন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো: জাহানিয়ার খান।


    সহ সম্পাদক পদে ২ জন বিনা প্রতিদন্ধিতায় নির্বাচিত হন। এরা হলেন হাজী মালিক মাজেদা খাতুন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো: আবুল কাশেম মিয়া ও কাউলজানী নওশেরীয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সাইফুল।


    অন্যান্যরা হলেন সাংগঠনিক সম্পাদক পদে পূর্ব্ব পৌলি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক  মো: র্খুরম মিঞা, কোষাধ্যক্ষ পদে জশিহাটী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো: মঈনুল ইসলাম, দপ্তর সম্পাদক পদে কেবিএন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মির্জা রফিকুল ইসলাম, প্রচারও প্রকাশনা সম্পাদক পদে নাইকানীবাড়ী হায়দার হামিদ মডেল স্কুলের অফিস সহকারী মোহাম্মদ আব্দুল্লাহ, সমাজ কল্যাণ সম্পাদক পদে কাউলজানী লুৎফা শান্তা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো: শাহ আলম খান,সাংস্কৃতিক সম্পাদক পদে বালিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোসহিদুর রহমান মিঞা ও মহিলা সম্পাদক পদে হাজী মালিক মাজেদা খাতুন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রীনা আক্তার।




    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728