বাসাইল প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম, সম্পাদক বিজয়
নিজস্ব প্রতিবেদক :
টাঙ্গাইলের বাসাইল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে সভাপতি পদে আবুল কাশেম মিয়া এবং সাধারণ সম্পাদক পদে এনায়েত করিম বিজয় নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (২২ ডিসেম্বর) বিকেলে বাসাইল প্রেসক্লাব মিলনায়তনে এ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিজয়ী অন্যান্যরা হলেন- ক্রীড়া সম্পাদক পদে সাইফুল ইসলাম, কার্যনির্বাহী পরিষদের সদস্য পদে এম শহিদুল ইসলাম, মাহমুদুল হাসান, এমকে ভূইয়া সোহেল।
এরআগে বিনা প্রতিদ্ব›িদ্বতায় সহ-সভাপতি পদে খাইরুল ইসলাম তালহা, যুগ্ম সম্পাদক পদে আব্দুল লতিফ, কোষাধ্যক্ষ পদে শাহনাজ খানম রেখা, সাহিত্য সম্পাদক সাইদুল ইসলাম দিপু, দপ্তর সম্পাদক পদে ছানোয়ার হোসেন নির্বাচিত হন। নির্বাচন পরিচালনা করেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, সাহিত্য ও পাঠাগার সম্পাদক অরন্য ইমতিয়াজ।
প্রধান নির্বাচন কমিশনার ও চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা মুসলিম উদ্দিন আহমেদ এবং নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বাসাইল প্রেসক্লাবের উপদেষ্টা আশিকুর রহমান পলাশ।
No comments