এক পরিবার হয়ে ঘাটাইলের উন্নয়নে কাজ করতে চাই- প্রার্থীক্যাপ্টেন জাকির - TangailTimes24
  • সংবাদ শিরোনাম

    এক পরিবার হয়ে ঘাটাইলের উন্নয়নে কাজ করতে চাই- প্রার্থীক্যাপ্টেন জাকির

    আব্দুল লতিফ:


    হিংসা বিদ্বেষ পরিহার করে সকলকে  সাথে নিয়ে একটি পরিবার হয়ে ঘাটাইলের উন্নয়নে কাজ করতে চাই বলে মন্তব্য করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন বিএনএম ঘাটাইল উপজেলা শাখার আহবায়ক ও আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে  ১৩২ টাঙ্গাইল ৩ ঘাটাইল আসনের এমপি প্রার্থী ক্যাপ্টেন (অব:) মোঃ জাকির হোসেন। 
    এক পরিবার হয়ে ঘাটাইলের উন্নয়নে কাজ করতে চাই- প্রার্থীক্যাপ্টেন জাকির

     

    গত ৩ ও ৪ নভেম্বর ঘাটাইল সদর ইউনিয়নের শাহপুর ও বিরাহিমপুর জাতীয়তাবাদী আন্দোলন বিএনএমের উপজেলা শাখা কমিটির  পরিচিত পর্ব ও আলোচনা সভায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন তিনি। 

    এসময় আরো বক্তব্য রাখেন, ঘাটাইল উপজেলা শাখার সিনিয়র যুগ্ম আহবায়ক আখতার হোসেন খাজা,যুগ্ম আহবায়ক আরিফুজ্জামান রাসেল, যুগ্ম আহবায়ক মো: রফিকুল ইসলাম রফিক,সদস্য সচিব সরকার শাহীনসহ বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন বিএনএমের নেতাকর্মীরা।


    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728