সখীপুর বাজার বনিক সমিতির নির্বাচন! বিল্লাল সভাপতি, লোকমান সম্পাদক পদে বিজয়ী
তাইবুর রহমান, সখীপুর:
টাঙ্গাইলের সখীপুর বাজার বণিক বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের কার্যকরী পরিষদের ত্রিবার্ষিক নির্বাচনে বিল্লাল হোসেন সভাপতি ও লোকমান হোসেন সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
শনিবার (৭ অক্টোবর) দিনব্যাপী উপজেলা পরিষদের পুরনো হলরুমে বণিক সমিতির সদস্যদের ভোট গ্রহণ শেষে রাত সাড়ে ৮টায় ফলাফল ঘোষণা করা হয়। মো. বিল্লাল হোসেন ছাতা প্রতীকে ৯৬৮ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. খলিলুর রহমান চেয়ার প্রতীকে পায় ৯৪৪ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। মো. লোকমান হোসেন আম প্রতীক নিয়ে ৮১৭ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. শরিফুল ইসলাম লেবু মোরগ প্রতীকে পায় ৭৮৫ ভোট।এ ছাড়া সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, সহ-সাধারণ সম্পাদক জেলহক সিকদার, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম নাহিদ, দপ্তর সম্পাদক সামাদ মিঞা, কোষাধ্যক্ষ মো. আসাদুজ্জামান, প্রচার সম্পাদক শ্রী রঞ্জিত শীল আর ক্রীড়া সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান নির্বাচিত হয়েছেন।
সখীপুর বাজার বণিক বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের কার্যকরী পরিষদের এ নির্বাচনে ৯ পদে বিভিন্ন প্রতীকে ২৬জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন । মোট ভোটার ছিলেন ২ হাজার ৩৫৩ জন। ভোট দিয়েছেন ২ হাজার ১৩৩ জন ভোটার । সখীপুর বাজার বণিক বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের এই নির্বাচন তিন বছর অন্তর অনুষ্ঠিত হয়।
No comments