সখীপুরে হাত পা বাঁধা এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
সখীপুর প্রতিনিধি
টাঙ্গাইলের সখীপুরে এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
আজ
(২৯ অক্টোবর) রোববার সকালে উপজেলার কালমেঘা বেলতলী গহীন জঙ্গল এলাকা থেকে
হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করা হয়েছে ।
এলাকাবাসী
সূত্রে জানা যায়, সকালে জঙ্গলে হাত পা ও মুখ বাঁধা অবস্থায় এক অজ্ঞাত
যুবকের লাশ দেখতে পেয়ে তারা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশটি
উদ্ধার করে।
সখীপুর
থানার অফিসার ইন-চার্জ (ওসি) শেখ শাহিনুর রহমান বলেন, এলাকাবাসী জঙ্গলে
লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ওই লাশটি উদ্ধার করে । লাশটির
এখনও কোন পরিচয় পাওয়া যায়নি । অজ্ঞাত ওই লাশটি ময়নাতদন্তের জন্য
টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
No comments