সাপের কামড়ে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু
তাইবুর রহমান, সখীপুর:
টাঙ্গাইলের সখীপুরে জুবায়ের (১২) নামের এক মাদ্রাসা শিক্ষার্থীর সাপের কামড়ে মৃত্যু হয়েছে।
আজ (১২অক্টোবর) বৃহস্পতিবার দুপুর পৌনে একটার সময় বাড়ির পাশে একটি পুকুরে মাছ ধরতে গেলে সেখানে একটি বিষধর সাপে জোবায়েরকে কামড় দেয়। সেখান থেকে তার পরিবারের লোকজন উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে সাপের কামড়ের প্রতিষেধক না থাকায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বিকেলে তার মৃত্যু হয়।উপজেলার
কালিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল আজিজ ঘটনার সত্যতা
স্বীকার করে বলেন, ওই মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যুর সংবাদ শুনেছি। তার এই
অকাল মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এরকম মৃত্যু মেনে নেয়া যায় না।
জুবায়ের উপজেলার আড়াই পাড়া গ্রামের মোঃ আনোয়ার হোসেনের ছেলে। সে স্থানীয় একটি হিফজ মাদ্রাসায় পড়াশোনা করে।
No comments