নৌকা মার্কাওয়ালারা ভাবছেন, মার্কা পেলেই পাস- বঙ্গবীর কাদের সিদ্দিক - TangailTimes24
  • সংবাদ শিরোনাম

    নৌকা মার্কাওয়ালারা ভাবছেন, মার্কা পেলেই পাস- বঙ্গবীর কাদের সিদ্দিক

    তাইবুর রহমান, সখীপুর:

    কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী (বীর উত্তম) বলেছেন, ‘নৌকা মার্কাওয়ালারা ভাবছেন, মার্কা পেলেই পাস। এসব আর না, নৌকা পেলেই পাস আর হবে না। নির্বাচন কে আসল আর কে আসল না—এটা বড় কথা না। শেখ হাসিনাকে বলে দেওয়া হয়েছে, আমরা কেন্দ্রে ভোটার চাই। শত শত, হাজার হাজার ভোটার যদি কেন্দ্রে গিয়ে ভোট দেয়, তাহলে নির্বাচনে কে আসল আর কে আসল না, তা নিয়ে চিন্তা নাই।’ 

    নৌকা মার্কাওয়ালারা ভাবছেন, মার্কা পেলেই পাস- বঙ্গবীর কাদের সিদ্দিক


    আজ (১৩ অক্টোবর) শুক্রবার টাঙ্গাইলের সখীপুরে দাড়িয়াপুর সাহাবুদ্দিন আহমেদ উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের জনসভায় তিনি এসব কথা বলেন।
    বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, ‘প্রয়োজন হলে আমরা ৩০০ আসনে নির্বাচন করব। বিএনপি করবে না ভোট পাবে না, আমার গামছা মার্কা নির্বাচন করবে। এবার গামছাও আছে, লাঙলও আছে। ধানের শীষ নাই তাতে কী? আনারস মার্কা দাঁড়াবে, পাখি মার্কা নিয়ে দাঁড়াবে। যার ইচ্ছা প্রত্যেকেই দাঁড়াতে পারবে, কাউকে মানা করা হবে না, মানুষ যাকে ইচ্ছা ভোট দেবে।’

    বিএনপির সমালোচনা করে তিনি আরও বলেন, ‘ধানের শীষওয়ালারা বাংলাদেশ চায় না। তারা মনে করে জিয়াউর রহমান বাংলাদেশের প্রেসিডেন্ট ছিলেন, তিনিই কেবল নেতা। কিন্তু আমি তো জিয়াউর রহমানকে নেতা মানতে পারি না, আমার নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমি তার ডাকেই যুদ্ধ করেছি। জিয়াউর রহমানকে ততক্ষণ মানি, যতক্ষণ তার নেতা শেখ মুজিবুর রহমান। যদি বলেন জিয়াউর রহমানই নেতা–শেখ মুজিব কিছুই না, তাহলে জিয়াউর রহমানও আমার কাছে কিছুই না।’

    উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের আহ্বায়ক আবদুস ছবুর মেম্বারের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার খোকা (বীর প্রতীক), জেলা কৃষক শ্রমিক জনতা লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সালেক হিটলু,  সাবেক মেয়র সানোয়ার হোসেন সজীব, উপজেলা কমিটির সদস্য সানোয়ার হোসেন মাস্টার, দুলাল হোসেন মাস্টার, আশিক জাহাঙ্গীর প্রমুখ।


    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728