শিক্ষার মানোন্নয়নে আইসড়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ - TangailTimes24
  • সংবাদ শিরোনাম

    শিক্ষার মানোন্নয়নে আইসড়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

    এম শহিদুল ইসলাম:

    টাঙ্গাইলের বাসাইল উপজেলার আইসড়া উচ্চ বিদ্যালয়ের কনফারেন্স রুমে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়ন ও নতুন ক্যারিকুলাম বাস্তবায়নে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয় কর্তৃপক্ষ আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ এডভোকেট জোয়াহেরুল ইসলাম। 

    শিক্ষার মানোন্নয়নে আইসড়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

    বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহিদুর রহমান রিপনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন এডভোকেট জোয়াহেরুল ইসলাম এমপি। বিশেষ অতিথীর বক্তব্য রাখেন বাসাইল উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজি মতিয়ার রহমান গাউজ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ শাহাদত হোসেন খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মতিউর রহমান খান, উপজেলা একাডেমিক সুপারভাইজার আল আমীন মিয়া, সহকারি শিক্ষক বাবুল হোসেন। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহিদুর রহমান রিপন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাসাইল সদর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুহ্ম সাধারন সম্পাদক সোহানুর রহমান সোহেল, স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ অভিভাবক মন্ডলী, শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ। 

    অনুষ্ঠান সঞ্চাললনা করেন, সৈয়দ জামান ও সোহেল রানা। প্রধান অতিথী বলেন, এ বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট আরো সচেতন হতে হবে। প্রতিটি শিক্ষার্থীর মা যদি তাদের সন্তানের উপর সচেতন হন তবে ওই সন্তানের অবশ্যই ভালো রেজাল্ট হবে। সেইসাথে মাঝে মাঝে বিদ্যালয়ে এসে সন্তানের খোঁজ-খবর নিলে তারা লেখাপড়ায় ফাঁকি দিতে পারবে না। প্রতিটি শিক্ষার্থীর দিকে বিশেষ নজর দিতে হবে।

     যে শিক্ষার্থী যে বিষয়ে দূর্বল তাকে অতিরিক্ত পাঠদানের মাধ্যমে অনুশিলন করতে হবে। এতে বিদ্যালয়ের সুনাম ও মান বৃদ্ধি পাবে। এজন্য শিক্ষক-অভিভাবকদের সমন্বয়ে এ ধরণের অভিভাবক সমাবেশ করতে হবে। এতে বিদ্যালয়ের শিক্ষার মান আরও উন্নত হবে।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728