নির্বাচন কমিশনের কাছে এই প্রক্রিয়া ছাড়া অন্য কোনো বিকল্প নেই - কৃষি মন্ত্রী ড: আব্দুর রাজ্জাক
তাইবুর রহমান,সখীপুর:
শনিবার ( ১৬ সেপ্টেম্বর) বিকেলে টাঙ্গাইলের সখীপুর উপজেলার সৃষ্টিসংঘ মাঠে প্রয়াত কৃষিবিদ শওকত মোমেন শাহজাহান (চার বারের সংসদ সদস্য) ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কৃষিমন্ত্রী ড: আব্দুর রাজ্জাক ।
খেলা উদ্বোধন শেষে প্রধান অতিথি কৃষিমন্ত্রী ড: আব্দুর রাজ্জাক সাংবাদিকদের বলেন, এ মুহূর্তে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা অত্যন্ত কঠিন কাজ । দ্রব্যমূল্য মূলত চাহিদা ও যোগানের উপর নির্ভর করে। তারপরও আমরা দ্রব্যমূল্য ভ্যানওয়ালা রিক্সাওয়ালা দরিদ্র ও মধ্যবিত্তদের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার চেষ্টা করছি ।
এজন্য আমরা একটি পদক্ষেপ নিয়েছি সফল হবো কিনা নিশ্চিত বলা যাচ্ছে না । তবে কিছুটা হলেও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আসবে বলে মনে করছি ।কৃষিমন্ত্রী আরো বলেন, বিএনপি বলেছে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া তারা নির্বাচনে আসবে না অথচ সংবিধান অনুযায়ী নির্বাচিত সরকারের অধীনেই নির্বাচন হবে। নির্বাচন কমিশনের কাছে এই প্রক্রিয়া ছাড়া অন্য কোনো বিকল্প নেই। সারা পৃথিবীতে এভাবেই নির্বাচন হয়।
স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম ফাইনাল ফুটবল খেলার উদ্বোধন করেন । এ সময় টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, সাবেক সাংসদ অনুপম শাজাহান জয় (কৃষিaবিদ শওকত মোমেন শাহজাহানের ছেলে) উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু, উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী ফারজানা আলম, বাংলাদেশ আওয়ামী লীগ সখীপুর উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব শওকত শিকদার প্রমুখ উপস্থিত ছিলেন।
তাইবুর রহমান,সখীপুর:
শনিবার ( ১৬ সেপ্টেম্বর) বিকেলে টাঙ্গাইলের সখীপুর উপজেলার সৃষ্টিসংঘ মাঠে প্রয়াত কৃষিবিদ শওকত মোমেন শাহজাহান (চার বারের সংসদ সদস্য) ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কৃষিমন্ত্রী ড: আব্দুর রাজ্জাক ।
খেলা উদ্বোধন শেষে প্রধান অতিথি কৃষিমন্ত্রী ড: আব্দুর রাজ্জাক সাংবাদিকদের বলেন, এ মুহূর্তে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা অত্যন্ত কঠিন কাজ । দ্রব্যমূল্য মূলত চাহিদা ও যোগানের উপর নির্ভর করে। তারপরও আমরা দ্রব্যমূল্য ভ্যানওয়ালা রিক্সাওয়ালা দরিদ্র ও মধ্যবিত্তদের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার চেষ্টা করছি ।
এজন্য আমরা একটি পদক্ষেপ নিয়েছি সফল হবো কিনা নিশ্চিত বলা যাচ্ছে না । তবে কিছুটা হলেও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আসবে বলে মনে করছি ।কৃষিমন্ত্রী আরো বলেন, বিএনপি বলেছে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া তারা নির্বাচনে আসবে না অথচ সংবিধান অনুযায়ী নির্বাচিত সরকারের অধীনেই নির্বাচন হবে। নির্বাচন কমিশনের কাছে এই প্রক্রিয়া ছাড়া অন্য কোনো বিকল্প নেই। সারা পৃথিবীতে এভাবেই নির্বাচন হয়।
স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম ফাইনাল ফুটবল খেলার উদ্বোধন করেন । এ সময় টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, সাবেক সাংসদ অনুপম শাজাহান জয় (কৃষিaবিদ শওকত মোমেন শাহজাহানের ছেলে) উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু, উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী ফারজানা আলম, বাংলাদেশ আওয়ামী লীগ সখীপুর উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব শওকত শিকদার প্রমুখ উপস্থিত ছিলেন।
No comments