১৫ ঘন্টা ভোগান্তী শেষে বিদ্যুৎ পেলো ৩ উপজেলা বাসী - TangailTimes24
  • সংবাদ শিরোনাম

    ১৫ ঘন্টা ভোগান্তী শেষে বিদ্যুৎ পেলো ৩ উপজেলা বাসী

    মোঃ আব্দুর রহীম মিঞা:

    টাঙ্গাইলের তিন উপজেলায় প্রায় ১৫ ঘণ্টা পর বিদ্যুৎ চালু হয়েছে। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) ভোররাত ৪টার দিকে বিদ্যুৎ লাইনের সংযোগ সঞ্চালন হয়। এতে মানুষের মাঝে স্বস্তি ফিরে আসে। 

    ১৫ ঘন্টা ভোগান্তী শেষে বিদ্যুৎ পেলো ৩ উপজেলা বাসী

     

    এর আগে বুধবার (৬ আগস্ট) দুপুর ২টার দিকে তার ছিঁড়ে পড়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। ফলে চরম ভোগান্তি ও বিপর্যস্ত হয়ে পড়ে মানুষের জীবন। বিপাকে পড়ে খামারি ও হাসপাতালে থাকা রোগীরা। জানা গেছে, বুধবার দুপুরে ৩৩ কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইনের কালিহাতীর এলেঙ্গা পুংলি নদীর ওপর তার ছিঁড়ে সংযোগ বিচ্ছিন্ন হয়। 

    ফলে ভুঞাপুর বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের (বিউবো) আওতায় ভুঞাপুরসহ পার্শ্ববর্তী ঘাটাইল, গোপালপুর ও কালিহাতী কিছু এলাকার ৫০ হাজারের বেশি গ্রাহকরা ১৫ ঘণ্টা বিদ্যুৎবিহীন হয়ে পড়ে। এ বিষয়ে ভুঞাপুর বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী (বিউবো) মো. আনোয়ারুল ইসলাম বলেন, নদীতে তীব্র স্রোত থাকায় মেরামত কাজে বিঘ্ন ঘটে। পরে রাতভর মেরামতের কাজ শেষে বৃহস্পতিবার ভোররাতে সংযোগ লাইন সঞ্চালন করা হয়।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728