সখীপুর সামিয়া হত্যা! ঋণের দায়ে অপহরণ ও হত্যা-গ্রেফতার এক ! - TangailTimes24
  • সংবাদ শিরোনাম

    সখীপুর সামিয়া হত্যা! ঋণের দায়ে অপহরণ ও হত্যা-গ্রেফতার এক !

    তাইবুর রহমান, সখীপুর:


    টাঙ্গাইলের সখীপুরে সামিয়া হত্যাকাণ্ডে একজনকে গ্রেফতার করা হয়েছে ।
    এ ঘটনায় আজ বৃহস্পতিবার বিকেল ৫ টায় সখীপুর থানায় টাঙ্গাইল জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার প্রেস ব্রিফিং এর মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। গ্রেফতার হওয়া মোহাম্মদ সাব্বির(২১) উপজেলার দাড়িয়াপুর এলাকার মোঃ আনোয়ার হোসেনের ছেলে।
    সখীপুর সামিয়া হত্যা! ঋণের দায়ে অপহরণ ও হত্যা-গ্রেফতার এক !
     প্রেস প্রিফিং এর মাধ্যমে জানা যায় গত  ৬ সেপ্টেম্বর সকাল ৯টায় সাব্বির হোসেন শিশু শিক্ষার্থী সামিয়াকে অপহরণ করে । অপহরণের পর তাকে হত্যা করে এবং সামিয়ার বাবার মোবাইলে ৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে এক ভয়েস মেসেজ প্রেরণ করে । সামিয়াকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পর (৮ সেপ্টেম্বর)  দুপুরে সামিয়ার বাড়ি হতে প্রায় এক কিলোমিটার উত্তর পশ্চিমে হেলালের ধানক্ষেতের পাশে ড্রেনের মধ্য মাটির চাপা অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।
     
    চাঞ্চল্যকর এই লোমহর্ষক হত্যার ২২ দিন পর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল সাব্বিরকে আটক করা হয় এবং তার জবানবন্দী হতে এসব তথ্য পাওয়া যায়।
     
    সাব্বির প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে এ হত্যার সাথে জড়িত থাকার দোষ স্বীকার করে এবং তাকে আজ বিচারার্থে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয।
     
    সাব্বিরের স্বীকারোক্তি হতে জানা যায়,  সে ৬০ হাজার টাকা ঋণ পরিশোধ করার জন্য সামিয়াকে অপহরণ করে। অপহরণের পর সামিয়া তাকে চিনে ফেললে গলা টিপে তাকে হত্যা করা হয়।


    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728