বাসাইলে স্থানীয় সরকার দিবসে শোভাযাত্রা আলোচনা সভা অনুষ্ঠিত - TangailTimes24
  • সংবাদ শিরোনাম

    বাসাইলে স্থানীয় সরকার দিবসে শোভাযাত্রা আলোচনা সভা অনুষ্ঠিত

     নিজস্ব প্রতিবেদক:

    ‘সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে টাঙ্গাইলের বাসাইলে তিনদিন ব্যাপী জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে। 
     
     
    বাসাইলে স্থানীয় সরকার দিবসে শোভাযাত্রা আলোচনা সভা অনুষ্ঠিত

    এ উপলক্ষে সোমবার উপজেলা প্রশাসনের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউএনও পাপিয়া আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম, পৌর মেয়র রাহাত হাসান টিপু, মাধ্যমিক শিক্ষা অফিসার, একাডেমিক সুপাভাইজার মো: আল আমিন । 
     
    এ সময় উপস্থিত ছিলেন  জনপ্রতিনিধি ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ। উপজেলা প্রশাসনের আয়োজনে উন্নয়ন মেলায় উপজেলা পরিষদ মাঠে সরকারি ১৩টি স্টল স্থান পায়। 

    এদিকে, বাসাইল পৌরসভাতেও পৃথকভাবে জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়। এ উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।  পৌর নির্বাহী প্রকৌশলীসহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ। উপজেলা ও পৌরসভার মেলার স্টলগুলোতে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের চিত্র তুলে ধরা হয়। উপস্থিত অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728