সখীপুর এক বৃদ্ধের লাশ উদ্ধার - TangailTimes24
  • সংবাদ শিরোনাম

    সখীপুর এক বৃদ্ধের লাশ উদ্ধার

    সখীপুর প্রতিনিধি :


    টাঙ্গাইলের সখীপুরে নিখোঁজের একদিন পর এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার (৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার হতেয়া রাজাবাড়ী ইউনিয়নের উলিয়ারচালা নামক গ্রাম থেকে আরফান আলী (৬০) এর লাশ উদ্ধার করা হয়। সে ওই গ্রামের মৃত কোরবান আলীর ছেলে। 
     
    সখীপুর এক বৃদ্ধের লাশ উদ্ধার

     

    এলাকাবাসী সূত্রে জানা যায়, সে গত রোববার বিকেলে বাড়ি থেকে বের হয়। সন্ধ্যায় তাকে স্থানীয় একটি চা স্টলে চা খেতে দেখা দেখা যায় । তারপর সে আর রাতে বাড়ি ফিরেনি। আজ সোমবার সকাল থেকে খোঁজাখুঁজির এক পর্যায়ে বিকেলে তার লাশ ওই এলাকার একটি পরিত্যক্ত জমিতে পড়ে থাকতে দেখা যায় । পরে সখীপুর থানা পুলিশকে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে । 

      সখীপুর থানার অফিসার্স ইন-চার্জ (ওসি) রেজাউল করিম বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728