কালিহাতীর বল্লায় এজেন্ট ব্যাংকিং গ্রাহক সমাবেশ
রাইসুল ইসলাম লিটন :
ইসলামী
ব্যাংক বাংলাদেশ পিএলসি এজেন্ট ব্যাংকিং গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(৭ সেপ্টেম্বর) বিকালে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এলেঙ্গা
শাখার আয়োজনে উপজেলার বল্লা বাজার এজেন্ট ব্যাংকিং,আউটলেট শাখায় এ সমাবেশ
অনুষ্ঠিত হয়।
রাসেল ভুইয়ার সভাপতিত্বে প্রিন্সিপাল অফিসার আসাদুজ্জানের
পরিচালনায় প্রধান অতিথি ছিলেন,ইসলামী ব্যাংক,এলেঙ্গা এসএমই/কৃষি শাখা
প্রধান মোহাম্মদ গোলাম মাসুদ। স্বাগত বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামী নেতা
খন্দকার আ.মাতিন।
এসময় বক্তব্য রাখেন,বল্লা ইউনিয়ন
পরিষদের চেয়ারম্যান মো.ফরিদ আহমেদ,বল্লা ইউনিয়ন আওয়ামীগের ,সাবেক সভাপতি
মোফাখারুল ইসলাম,আ'লীগ নেতা রাশিদুল হাসান বাবু,ব্যবসায়ী মুন্নাছ আলী
প্রমুখ। এছাড়াও বিভিন্ন স্তরের গ্রাহকরা তাদের মতামত ব্যক্ত করেন।
No comments