সখীপুর আন্তস্কুল ফুটবল খেলা! গজারিয়া শান্তিকুঞ্জ একাডেমী উচ্চ বিদ্যালয় একাদশ বিজয়ী
তাইবুর রহমান, সখীপুর:
টাঙ্গাইলের
সখীপুরে বাংলাদেশ জাতীয় স্কুল মাদ্রাসা কারিগরি শিক্ষা ফুটবল প্রতিযোগিতা
২০২৩খ্রী এর গজারিয়া ইউনিয়ন ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
আজ
(৫ সেপ্টেম্বর) মঙ্গলবার বিকেলে গজারিয়া ইউনিয়নের কীর্তনখোলা, গজারিয়া ও
কালিয়ান পাড়া, (কে,জি,কে) উচ্চ বিদ্যালয় মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত
হয়।
এ খেলাটি গজারিয়া শান্তিকুঞ্জ একাডেমী উচ্চ
বিদ্যালয় ও পাথার জনতা উচ্চ বিদ্যালয় এক এক গোলে নির্ধারিত সময়ে
অমিমাংসিতভাবে শেষ হয় ।
পরে ট্রাইবেকারে গজারিয়া শান্তিকুঞ্জ একাডেমী উচ্চ বিদ্যালয় ৩--১ গোলে পাথারপুর জনতা উচ্চ বিদ্যালয়কে হারিয়ে বিজয়ী হয়।
এ
ফাইনাল খেলা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ
করেন গজারিয়া ইউনিয়ন চেয়ারম্যান অ্যাডভোকেট আনোয়ার হোসেন,এছাড়াও
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনতা উচ্চ বিদ্যালয়ের সভাপতি বীর
মুক্তিযোদ্ধা এস এম চান মাহমুদ বিএসসি, কে,জি,কে উচ্চ বিদ্যালয়ের সভাপতি
বীর মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান, কে,জি,কে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক
মীর বেলাল হোসেন, শান্তিকুঞ্জ একাডেমী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক
মতিউর রহমান ভূঁইয়া, জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডি এম শামসুল
আলম, ইছাদীঘি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহিল কাফি,
মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল হাই প্রমূখ।
এ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কে,জি,কে উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ মতিউর রহমান।
No comments