ছাত্রীকে উত্ত্যক্ত করায় প্রধান শিক্ষকের কারাদন্ড - TangailTimes24
  • সংবাদ শিরোনাম

    ছাত্রীকে উত্ত্যক্ত করায় প্রধান শিক্ষকের কারাদন্ড

    তাইবুর রহমান, সখীপুর:


    টাঙ্গাইলের সখীপুরে পঞ্চম শ্রেণী পড়ুয়া এক ছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষককে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

    ছাত্রীকে উত্ত্যক্ত করায় প্রধান শিক্ষকের কারাদন্ড

    সোমবার(১৪আগষ্ট) দুপুরে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) ফারজানা আলম এ আদালত পরিচালনা করেন। 

    এসময় জামালহাটখুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদিনকে(৫২) এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।

    জানা যায়, অভিযুক্ত প্রধান শিক্ষক জয়নাল আবেদীন বিদ্যালয়ের ছাত্রীদের প্রায় উত্ত্যক্ত করতেন।

    বিষয়টি নিয়ে একাধিকবার বলা হলেও তিনি নিজেকে সংশোধন করেননি। এ ঘটনায় বিচার চেয়ে ইউএনও’র কাছে অভিযোগ করেন অভিভাবকরা। অভিযোগটি আমলে নিয়ে ইউএনও সোমবার সকালে ওই বিদ্যালয়ে যান। পরে অভিযুক্ত প্রধান শিক্ষককে আটক করে ইউএনও কার্যালয়ে নিয়ে এসে সেখানে আদালত বসানো হয়। আদালতে ওই শিক্ষক দোষ স্বীকার করলে বিচারক তাকে এক মাসের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেন।

    ইউএনও ফারজান আলম বলেন, লিখিত অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করে সত্যতা পাওয়ায় এ সাজা দেওয়া হয়েছে।

    সখীপুর থানার ওসি রেজাউল করিম বলেন, ভ্রাম্যমাণ আদালতে সাজা দেওয়া ওই প্রধান শিক্ষককে দুপুরে কারাগারে পাঠানো হয়েছে।


    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728