টাঙ্গাইলে যুবদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা - TangailTimes24
  • সংবাদ শিরোনাম

    টাঙ্গাইলে যুবদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা

    রাইসুল ইসলাম লিটন:


    টাঙ্গাইলে জেলা জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিনী ডা. জোবায়দা রহমানের বিরুদ্ধে পরিকল্পিত মামলায় দন্ড দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল পুলিশের বাধায় ফিরে গেছে।

     

    টাঙ্গাইলে যুবদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা

    বৃহস্পতিবার(৩ আগস্ট) বিকালে শহরের বেপারীপাড়া থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে জেলা যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদল। পরে মিছিলটি শান্তিকুঞ্জ মোড়ে ঢুকতে চাইলে পুলিশ বাধা দেয়। এ সময় নেতাদের সাথে পুলিশের বাকবিতন্ডা হয়। পরে মিছিলটি আর সামনের দিকে না গিয়ে পুনরায় বেপারীপাড়া এলাকায় গিয়ে পথসভার আয়োজন করে।


    জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদের সভাপতিত্বে পথসভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, জেলা যুব দলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম বাবু, স্বেচ্ছাসেবকদলের সভাপতি তারিকুল ইসলাম ঝলক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কামরুল হাসান উজ্জল, জেলা ছাত্রদলের আহ্বায়ক দুর্জয় হোড় শুভ, সদস্য সচিব এমএ বাতেন প্রমুখ। 

    এসময় জেলা যুবদল, সেচ্ছাসেবকদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728