বাসাইলে নিষিদ্ধ জাল পুড়িয়ে দিল উপজেলা প্রশাসন
মোঃমিলন ইসলাম, বাসাইল:
টাঙ্গাইলের বাসাইলে নিষিদ্ধ চায়না ও কারেন্ট জালের বিরুদ্ধে অভিযানে নেমেছে উপজেলা প্রশাসন।
সোমবার (২১আগষ্ট) সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের সৈদামপুর পূর্বপাড়া বিলে অবৈধ চায়না জাল ও কারেন্ট জালের বিরোধী অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া আক্তার জানান, চায়না জাল ও কারেন্ট জাল দিয়ে মাছ শিকার করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। ছোট মাছ, মা মাছ রক্ষার্থে এবং মাছের উৎপাদন বৃদ্ধির স্বার্থে মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ এ ধরনের জালের ব্যবহার বন্ধে নিয়মিতভাবে অভিযান অব্যাহত থাকবে।
বাসাইল উপজেলা মৎস্য কর্মকর্তা সৌরভ কুমার দে জানান, নিষিদ্ধ চায়না জাল ও
কারেন্ট জালের যত্রতত্র ব্যবহার রুখতে অভিযান চালিয়ে ২০ টি চায়না জাল ও
৩০টি কারেন্ট জাল আটক করে পুড়িয়ে ধ্বংস করা হয়। যার মূল্য প্রায় ১ লাখ ২৫
হাজার টাকা।
এ সময় বাসাইল থানার পুলিশ সদস্য ও উপজেলার মৎস্য অফিসসহ বিভিন্ন অফিসের
কর্মকর্তা ও কর্মচারীরাও উপস্থিত ছিলেন।
No comments