গৌরমতি আম চাষ করে সফলতার স্বপ্ন দেখছেন সখীপুরের শাহীন - TangailTimes24
  • সংবাদ শিরোনাম

    গৌরমতি আম চাষ করে সফলতার স্বপ্ন দেখছেন সখীপুরের শাহীন

    তাইবুর রহমান, সখীপুর:


    টাঙ্গাইলের সখীপুরে গৌরমতি আম চাষ করে সফলতার স্বপ্ন দেখছেন লন্ডন ফেরত যুবক শাহীন আহাম্মেদ। ভাল ফলন ও অন্যান্য জাতের মৌসুম শেষে গৌরমতি আম পাকায় চড়া দামে বিক্রির প্রত্যাশা করছেন এই তরুণ উদ্যোক্তা শাহীন আহাম্মেদ। নতুন জাতের গৌরমতি আম চাষে অনেকেই আগ্রহী হয়ে উঠছেন। এই আম চাষে সব ধরনের সহযোগিতা করছে কৃষি বিভাগ।

    গৌরমতি আম চাষ করে সফলতার স্বপ্ন দেখছেন সখীপুরের শাহীন


    জানা যায়, প্রায় আট বছর আগে লন্ডনে পড়াশোনা শেষ করে দেশে ফিরে প্রথমে পেয়ারা বাগান করেন সখীপুর পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের বাসিন্দা শাহীন আহাম্মেদ। পেয়ারা বাগান থেকে বেশ সফলতাও পান তিনি। এরপর প্রায় তিন বছর আগে নাটোর মহিলা কলেজের শিক্ষক কৃষিবিদ গোলাম মওলাকে সঙ্গে নিয়ে তিনি পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের দেওয়ানচালা এলাকায় ৫একর জমিতে গৌরমতি আমের বাগান করেন । টপ কাটিং পদ্ধতিতে এই ৫একর জমিতে ১ হাজার ৭০০টি আমের চারা লাগানো হয়। এরমধ্যে ১ হাজার গাছে আম এসেছে। প্রায় ৩৫ হাজার আমে ফুড ব্যাগিং করা হয়েছে। এ পর্যন্ত বাগানে এই উদ্যোক্তার প্রায় ২৫ লাখ টাকা খরচ হয়েছে । এবার প্রথম অবস্থায় ২৫ থেকে ২৬ লাখ টাকার আম বিক্রির প্রত্যাশা করছেন তিনি। অসময়ে আসা এই গৌরমতি আম এই সপ্তাহ থেকে বাজারজাত করা হবে।

    তরুণ উদ্যোক্তা শাহীন আহাম্মেদ বলেন, ‘বিদেশে পরাধীন জীবন। সেখানে কাজ করতে হয় অন্যের অধীনে। নতুন কিছু করার চিন্তা থেকেই এই আম বাগান করা হয়েছে । মূলত ইউটিউব দেখে আম বাগান করার জন্য উদ্ধুদ্ধ হই । পাঁচ একর জমিতে  ১হাজার ৭০০টি আমের চারা লাগানো হয়েছে। এ পর্যন্ত আমার প্রায় ২৫ লাখ টাকা খরচ হয়েছে। এবার প্রথম পর্যায়ে ২৫ থেকে ২৬ লাখ টাকার আম বিক্রির প্রত্যাশা করছি। পরবর্তী বছর থেকে আমার পুরোটাই লাভ হবে।’

    তিনি আরও বলেন, ‘প্রায় প্রতিদিনই বাগানটি দেখতে মানুষ আসছে। অনেকেই বাগান করার আগ্রহ প্রকাশ করছে। আমিও তাদের আরও উৎসাহিত করছি । ভালোভাবে আম বাগান করতে পারলে ব্যাপক লাভবান হওয়া যাবে।’

    উপজেলা কৃষি কর্মকর্তা নিয়ন্তা বর্মন বলেন, এটি নাবি জাতের অত্যন্ত সুমিষ্ট আম । বাগানে প্রায় ৩৫ হাজার আমে ফুড ব্যাগিং করা হয়েছে । যেটা অত্যন্ত নিরাপদ ও বিষমুক্ত আম। অসময়ে হারভেস্ট হওয়ায় এই তরুণ উদ্যোক্তা চড়া দামে আম বিক্রি করতে পারবেন । কৃষি বিভাগ থেকে তাকে সকল প্রকার সহযোগীতা করা হচ্ছে। তার দেখাদেখি আরও অনেকেই গৌরমতি আম চাষে আগ্রহ প্রকাশ করছে।’



    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728