সখীপুরে ঘর ও জমি পাচ্ছে ২০ ভূমিহীন পরিবার
তাইবুর রহমান, সখীপুর:
টাঙ্গাইলের সখীপুরে মুজিববর্ষ উপলক্ষে ৪র্থ পর্যায়ে ২য় ধাপে জমি ও ঘর পাচ্ছে আরও ২০টি ভূমিহীন পরিবার।
বধুবার (৯ আগস্ট) সকালে একযোগে সারাদেশে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্য দিয়ে চতুর্থ পর্যায়ে উপজেলার ২০টি ভূমিহীন ও গৃহহীন পরিবার আনুষ্ঠানিকভাবে জমি ও ঘর পেতে যাচ্ছে।
সখীপুর উপজেলায় ১৮০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে এই উপহার প্রদান করা হয় ।
বুধবার (৯ আগস্ট) চতুর্থ পর্যায়ে ২য় ধাপে ২০ টি ঘরসহ মোট ২০০টি ঘর ভূমিহীন ও গৃহহীনদের মাঝে জমিসহ দলিল হস্তান্তর করা হয় । এ বছরের মধ্যে ২য় ধাপে বাকী ১০টি ঘর হস্তান্তরের মধ্য দিয়ে সখীপুর উপজেলাকে গৃহহীন ও ভূমিহীন মুক্ত ঘোষনা করা হয়।
ওই অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এড. জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের), উপজেলা নির্বাহী অফিসার প্রকৌশলী ফারজানা আলম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি)মন্জূরুল মোর্শেদ, প্রেসক্লাব সভাপতি শাকিল আনোয়ার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাহমিনা আক্তার চৌধুরীসহ অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
No comments