প্রবীণ সাংবাদিক হায়দার রাহমানের পাশে ঘাটাইল সাংবাদিক কল্যাণ সংস্থা - TangailTimes24
  • সংবাদ শিরোনাম

    প্রবীণ সাংবাদিক হায়দার রাহমানের পাশে ঘাটাইল সাংবাদিক কল্যাণ সংস্থা

    আব্দুল লতিফ, ঘাটাইল:

    প্রবীণ সাংবাদিক ও ঘাটাইল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি হায়দার রাহমানে পাশে দাড়িয়েছে  ঘাটাইল সাংবাদিক কল্যাণ সংস্থা। 

    প্রবীণ সাংবাদিক হায়দার রাহমানের পাশে ঘাটাইল সাংবাদিক কল্যাণ সংস্থা

     

    সম্প্রতি হিট স্টোক জনিত কারণে প্রবীণ সাংবাদিক হায়দার রাহমান অসুস্থ হয়ে তার নিজ বাড়ি কর্ণা দক্ষিণ পাড়া অবস্থান করছেন।  এই খবর শুনে ঘাটাইল সাংবাদিক কল্যাণ সংস্থা সদস্যরা তার শারীরিক অবস্থার খুজ খবর নিতে গতকাল রবিবার (২০ আগস্ট) সন্ধায় তার বাড়িতে যান এবং অর্থিক সহায়তা ও প্রয়োজনীয় খাদ্য সামগ্রী প্রদান করেন। 

    তার দ্রুত সুস্থতা কামনা ও ভবিষ্যৎতে তাকে  প্রয়োজনীয় আরো আর্থিক সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছে ঘাটাইল সাংবাদিক কল্যাণ সংস্থা।

    এসময় উপস্থিত ছিলেন,ঘাটাইল সাংবাদিক কল্যাণ সংস্থার সভাপতি মাজহারুল ইসলাম শিহাব,সাধারণ সম্পাদক আব্দুল লতিফ,সাংবাদিক কল্যাণ সংস্থার অর্থ সম্পাদক মোঃ রকিবুল হাসান, প্রচার ও প্রকাশনা  সম্পাদক মোঃ রফিকুল ইসলাম ঘাটাইল সাংবাদিক কল্যাণ সংস্থার সদস্য এস.এম. শাহীন হোসেন, সদস্য  এ সালাম চান তরফদার, সহ কল্যাণ সংস্থার সদস্যরা।


    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728