সখীপুরে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
সখীপুর প্রতিনিধি
টাঙ্গাইলের সখীপুরে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে । শিশুটি পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিজারের ছেলে।
আজ
শনিবার (১৫ জুলাই) বিকেল সাড়ে পাঁচটার দিকে বাড়ির পাশে একটি পুকুরের
পানিতে ডুবে মোহাম্মদ আবরার আহিল (দেড় বছর) মৃত্যুবরণ করে।
পারিবারিক
সূত্রে জানা যায় তাকে বেশ কিছু সময় না পেয়ে খোঁজাখুঁজির পর পুকুরের
পানি থেকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়।
হাসপাতালে নেওয়ার পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
শিশুটির মৃত্যুতে তার পরিবারের সুখের মাতম চলছে।
উপজেলা
স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার আয়েশা
আক্তার বলেন, শিশুটি হাসপাতালে আনার পূর্বেই মৃত্যুবরণ করেছে।
No comments