পিকনিকের নৌকা থেকে পড়ে একজন নিখোঁজ - TangailTimes24
  • সংবাদ শিরোনাম

    পিকনিকের নৌকা থেকে পড়ে একজন নিখোঁজ

    নিজস্ব প্রতিবেদক : 

    টাঙ্গাইলের বাসাইলে ঝিনাই নদীতে পিকনিকের ইঞ্জিনচালিত নৌকা থেকে পড়ে ডুবে গিয়ে এরশাদ মিয়া (৩৫) নামের এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। শুক্রবার (২১ জুলাই) সকাল ১০ টার দিকে উপজেলার হাবলা বিলপাড়া ব্রিজের নিচ দিয়ে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। 

    পিকনিকের নৌকা থেকে পড়ে একজন নিখোঁজ

     

    এরশাদ মিয়া উপজেলার কাশিল ইউনিয়নের দাপনাজোর গ্রামের মুনা মিয়ার ছেলে। নৌকাটির ইঞ্জিনের দায়িত্বে থাকা ইয়ামিন মিয়া বলেন, ‘৩৫জন লোক নিয়ে বড়ইবাড়ি পিকনিকে যাচ্ছিলাম। সকাল ১০টার দিকে ঝিনাই নদীর ব্রিজের নিচ দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে এরশাদ নৌকা থেকে পড়ে গিয়ে নদীতে ডুবে যায়। এসময় পিকনিকের এক যাত্রী তাকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হন। নদীতে অনেক স্রোত রয়েছে। 

    পরে নদীর ভাটিতে গিয়ে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। এরশাদের বড় ভাই লিটন মিয়া বলেন, ‘নদীতে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসেছিল। নদীতে অনেক স্রোত থাকায় উদ্ধার অভিযান না চালিয়ে তারা ফিরে গেছেন। 

    বাসাইল উপজেলার কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম আল মামুন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। নদীতে অনেক স্রোত রয়েছে। শুনেছি ফায়ার সার্ভিসের লোকজন এসে উদ্ধার অভিযান না চালিয়ে ফিরে গেছেন।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728