টাঙ্গাইলে শিশু ধর্ষনের ঘটনায় আসামীর ডিএনএ পরীক্ষার অনুমতি
রাইসুল ইসলাম লিটন:
টাঙ্গাইলে চার বছরের শিশুকে ধর্ষনের মামলার আসামীকে ডিএনএ পরীক্ষার অনুমতি দিয়েছেন আদালত। টাঙ্গাইল সদর আমলি আদালতের বিচারক ও অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ
মাহমুদুল মোহসীন সোমবার এ অনুমতি দিয়েছেন। এ তথ্য নিশ্চিত করেছেন এই মামলার বাদি পক্ষের আইনজীবী জিনিয়া বখ্শ।
ধর্ষক শাহজাহান মিয়া ( ৫৮)ঘাটাইল উপজেলার শালিয়াবহ গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে। তিনি টাঙ্গাইল শহরতলীতে একটি ভাড়া বাসায় থাকতেন। গত ১৮ জুন তার পাশের বাসার চার বছরের এক শিশুকে নিজের ঘরে ডেকে নিয়ে ধর্ষন করেন। এর ফলে মেয়েটি অসুস্থ হয়ে পড়লে ঘটনাটি জানাজানি হয়। ২০ জুন মেয়েটিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ডাক্তারি পরীক্ষায় ধর্ষনের আলামত পাওয়া যায়। পাশাপাশি ডিএনএ পরীক্ষার জন্য ওই শিশুর সোয়াব সংগ্রহ করা হয়। ২১ জুন ওই শিশুর বাবা বাদি হয়ে শাহজাহান মিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারি কর্মকর্তা টাঙ্গাইল সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল মিয়া জানান, গত শনিবার (২৯ জুলাই) সন্ধ্যায় র্যাব-১৪ এর একটি দল শাহজাহান মিয়াকে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশের কাছে সোপর্দ করে । পুলিশ রোববার শাহাজাহান মিয়াকে
আদালতে হাজির করলে আদালত তাকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন।
অপরদিকে ওই দিনই শাহজাহান মিয়ার ডিএনএ পরীক্ষার নমুনা সংগ্রহের জন্য অনুমতি চেয়ে আদালতে আরো একটি আবেদন করলে তা অনুমোদন দেন।
No comments