মধুপুরে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিনিধি:
টাঙ্গাইলের মধুপুরে ডোবার পানিতে ডুবে চাচা-ভাতিজাসহ তিন শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৭ জুলাই) বিকেলে উপজেলার ফুলবাগচালা ইউনিয়নের হাগুরাকুড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো ফুলবাগচালা ইউনিয়নের হাগুরাকুড়ি এলাকার মোশারফ হোসেনের ছেলে আকাশ (৫), একই গ্রামের হারুন অর রশিদের ছেলে নাঈম (৪) ও একই উপজেলার শোলাকুদি দক্ষিণপাড়া গ্রামের আল আমিনের ছেলে সোহান (৭)। সোহান ও আকাশ চাচাতো ভাই।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোহান তার মাকে নিয়ে নানার বাড়িতে বেড়াতে আসেন। সোমবার দুপুরে সোহান ও অপর দুই শিশু বাড়ির পাশে খেলতে যায়। খেলাধুলার একপর্যায়ে শিশুরা পুকুরে পড়ে নিখোঁজ হয়। পরে স্বজনরা তাদের লাশ ভাসতে দেখেন।
ফুলবাগচালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদ আলী বলেন, "বাসার কাছে খেলতে গিয়ে শিশুরা পানিতে ডুবে যায়। বিকেল সাড়ে ৪টার দিকে পানি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ রিপোর্ট করে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করেছে।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, তাদের হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
No comments