সখীপুরে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু
তাইবুর রহমান, সখীপুর:
ওই ওয়ার্ডের মেম্বার আশরাফুল আলম জানান, ট্রাক্টর চালক চাষের জন্য জমিতে ট্রাক্টর নিয়ে গেলে জমির উপরে একটি তার ঝুলানো থাকে। রুস্তম আলী ওই তার হাত দিয়ে সরিয়ে দেয়ার চেষ্টা করলে সাথে সাথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ সময় ট্রাক্টর চালক ও সানোয়ার হোসেন তাকে বাঁচাতে গেলে তারাও আহত হন।সবাইকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠিয়ে দেন। অপরজন সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন নিহত হওয়ার খবর পেয়েছি । এলাকাবাসীসহ পরিবারের লোকজন লিখিত দিয়ে লাশ পারিবারিকভাবে দাফনের জন্য নিয়ে গেছেন।
No comments