টাঙ্গাইলে মাদরাসার শিক্ষার্থীদের আবৃত্তি উৎসব - TangailTimes24
  • সংবাদ শিরোনাম

    টাঙ্গাইলে মাদরাসার শিক্ষার্থীদের আবৃত্তি উৎসব

    রাইসুল ইসলাম লিটন :

    টাঙ্গাইল শহরের কুরতুবী প্রি-ক্যাডেট মাদরাসার শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও আবৃত্তি উৎসব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ( ২০ জুলাই) দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

    টাঙ্গাইলে মাদরাসার শিক্ষার্থীদের আবৃত্তি উৎসব


    এতে প্রধান অতিথি ছিলেন, বিশিষ্ট কবি ও রাজনীতিক বীর মুক্তিযোদ্ধা বুলবুল খান মাহবুব। প্রধান বক্তা ছিলেন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ। কুরতুবী শিক্ষা পরিবারের চেয়ারম্যান হারুনুর রশীদ খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, দেলদুয়ার আলালপুর গ্রামের বোরহানুল উলুম ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা ইব্রাহীম খলীল। এতে বক্তব্য রাখেন, কুরতুবী সাংস্কৃতিক সংসদের প্রশিক্ষক অরন্য ইমতিয়াজ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, শিক্ষার্থী তাহমিনা মুনিরা, সাদিকুন্নাহার বর্ষা, মারিয়াম জামিলা ঝুমা ও রাকিআ খান তোয়া।


    শেষে কুরতুবী প্রি-ক্যাডেট মাদরাসার  ৭৩ জন কৃতী শিক্ষার্থী  ও ইসলামী ফাউন্ডেশন আয়োজিত জাতীয় শিশু কিশোর প্রতিযোগিতায় ঢাকা বিভাগীয় পর্যায়ে বিভিন্ন শাখার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী আট জনকে পুরস্কার প্রদান করা হয়।




    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728