সখীপুরে চাচা-ভাতিজাকে কুপিয়ে হত্যা - TangailTimes24
  • সংবাদ শিরোনাম

    সখীপুরে চাচা-ভাতিজাকে কুপিয়ে হত্যা

    তাইবুর রহমান, সখীপুর:


    টাঙ্গাইলের সখীপুরে চাচা মজনু মিয়া (৫০) ও ভাতিজা শাহজালাল মিয়া (৩৫) কে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার ভোররাতে উপজেলার কাকড়াজান ইউনিয়নের বাঘেরবাড়ি বাংলাবাজার এলাকায় চাচা-ভাতিজার লাশ দেখতে পায় স্থানীয়রা। নিহত মজনু মিয়া ওই এলাকার নবু মিয়া এবং শাহজালাল আবুল হোসেনের ছেলে।
     
    সখীপুরে চাচা-ভাতিজাকে কুপিয়ে হত্যা

     
     
    স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, শাহজালাল হামিদপুর চৌরাস্তা বাজারে বিকাশ ও কসমেটিক্সের ব্যবসা করতো। বুধবার রাত সাড়ে ১০ টার দিকে দোকান বন্ধ করে মোটরসাইকেল যোগে চাচা মজনু মিয়াকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে বাড়ির কাছাকাছি  নির্জন স্থানে পৌঁছালে, দুর্বৃত্তরা তাদের মাথায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। 
     
    পরে বৃহস্পতিবার ভোররাতে স্থানীয়রা লাশ দেখতে পায়। লাশ দুটির পাশে তাদের মোটরসাইকেলটিও পড়ে রয়েছে।

    নিহত শাহজালালের বাবা আবুল হোসেন বলেন, "আমরা কারো একটা টাকাও মাইরা খাইনাই, ক্যারা আমার এবা সর্বনাশ করলো? আমি কেমনে বাঁচমুরে.... তোমরা আমার বাবা শাহজালালকে আইনা দাও। বলেই তিনি অজ্ঞান হয়ে যান।

    স্থানীয় ইউপি সদস্য আঃ সামাদ মিয়া বলেন, সকালে জোড়া লাশ দেখে পুলিশকে অবগত করা হয়েছে। 

    সখীপুর থানার ওসি রেজাউল করিম বলেন, লাশ দুটি উদ্ধার করা হয়েছে। কেন এই হত্যাকাণ্ড ঘটেছে তা এখনো জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728