টাঙ্গাইলে মাদক ব্যবসায়ীর ৫ বছরের কারাদণ্ড - TangailTimes24
  • সংবাদ শিরোনাম

    টাঙ্গাইলে মাদক ব্যবসায়ীর ৫ বছরের কারাদণ্ড

    রাইসুল ইসলাম লিটন:

     

    টাঙ্গাইলে মো.শামীম (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা অনাদায়ে আরো এক মাসের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন আদালত।
    টাঙ্গাইলে মাদক ব্যবসায়ীর ৫ বছরের কারাদণ্ড

     
     
    বুধবার (১৯ জুলাই) দুপুরে যুগ্ম জেলা ও দায়রা জজ (তৃতীয়) আদালতের বিচারক আতিকুল ইসলাম এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি মো.শামীম আদালতে উপস্থিত ছিলেন। দন্ডপ্রাপ্ত শামীম টাঙ্গাইল পৌরসভার কলেজপাড়ার আলাউদ্দিনের ছেলে।

    আদালত সূত্রে জানা যায়, ২০১২ সালের ২৭ আগস্ট টাঙ্গাইল পুরাতন বাসস্ট্যান্ডের মায়ের দোয়া হোটেলের সামনে থেকে ১৫ গ্রাম হেরোইনসহ মো. শামীমকে  গ্রেপ্তার করেন টাঙ্গাইল মাদকদ্রব্য নিয়ন্ত্রক ও অধিদপ্তরের উপ-পরিদর্শক সাইফুল আলমের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স। 

    এ ব্যাপারে ওই উপ-পরিদর্শক টাঙ্গাইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। বুধবার সেই মামলায় আদালতের রায়ে শামীমকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।   

    রাষ্ট্র পক্ষে মামলাটি পরিচালনা করেন সহকারী সরকারি কৌশলী (এপিপি) শহিদুল ইসলাম তালুকদার। 



    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728