মির্জাপুরে উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রলীগের কমিটিকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল
মো. জাহাঙ্গীর হোসেন, মির্জাপুর:
টাঙ্গাইলের মির্জাপুরে নবগঠিত উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রলীগের কমিটিকে অভিনন্দন জানিয়ে বিশাল এক আনন্দ মিছিল হয়েছে।
শনিবার বিকেলে উপজেলা সদরে বাদ্যযন্ত্র বাজিয়ে এই আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ রোডে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে।
উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির আহবায়ক সেতাব মাহমুদের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোজাহিদুল ইসলাম মনির, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান আকন্দ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসিফ অনিক প্রমুখ।
শুক্রবার সেতাব মাহমুদকে আহবায়ক করে আগামী তিন মাসের জন্য উপজেলা ছাত্রলীগের কমিটি অনুমোদন দেয় জেলা ছাত্রলীগ। এই কমিটিতে সাতজন যুগ্ম আহবায়ক, ৪১ জনকে সদস্য রাখা হয়েছে।
সাত যুগ্ম আহবায়ক হলেন- শেখ আবদুল্লাহ আল ফাহাদ, ওয়াকিল আহমেদ, শাফি আহমেদ সীমান্ত, মারুফ রহমান, জিহাদ হাসান, শুভ আহমেদ, মো. ফয়সাল সিকদার।
একই দিন অপর দুই স্বাক্ষরিত প্যাডে আগামী এক বছরের মেয়াদের জন্য শামীম ওসমান শিশিরকে সভাপতি ও আতিকুল ইসলাম আতিককে সাধারণ সম্পাদক করে মির্জাপুর পৌর কমিটি এবং শাহরিয়া নাহিদকে সভাপতি ও সায়মন ইসলাম ইফতিকে সাধারণ সম্পাদক করে মির্জাপুর শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজ শাখার কমিটির অনুমোদন দেয় টাঙ্গাইল জেলা ছাত্রলীগের সভাপতি সোহানুর রহমান সোহান ও সাধারণ সম্পাদক ইলিয়াস হাসান।
No comments