টাঙ্গাইলে জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালন
রাইসুল ইসলাম লিটন :
টাঙ্গাইলে জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার(২৩ জুলাই) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি
ছিলেন, জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)
মো. ওলিউজ্জামানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ
পরিচালক শামীম আরা রিনি, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ
আব্দুর রহিম সুজন, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ
ব্যবস্থাপনা) নাফিসা আক্তার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আইরিন আক্তার,
অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সোহেল রানা, সদর উপজেলা পরিষদের
চেয়ারম্যান শাহজাহান আনছারী প্রমুখ। এসময় সরকারি দপ্তরের বিভিন্ন
কর্মকর্তাবৃন্দরা উপস্থিত ছিলেন।
এর আগে জেলা প্রশাসনের সামনে জাতীয়
পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে একটি র্যালি বের হয়। র্যালিটি বিভিন্ন সড়ক
প্রদক্ষিণ করে জেলা প্রশাসনের কার্যালয়ে এসে শেষ হয়।
No comments